কোর্সের পাঠ্যক্রম

এই কোর্সে আমরা যে বিষয়গুলো শিখব তার উপর একটি ছোট ভিডিও।
বাচ্চাদের সমাধান করার জন্য একটি মজার ধাঁধা।
শরীরের একান্ত অঙ্গ কি? (অভিভাবকদের জন্য নোট: আমরা এই কোর্সে শরীরের একান্ত অঙ্গগুলির নাম শেখাই না।)
শরীরের একান্ত অঙ্গ চেনার জন্যে অনুশীলন।
সুরক্ষিত ও অসুরক্ষিত পরিস্থিতি কি?
ব্যক্তিগত সুরক্ষা নিয়ম - একটি সহজ নিয়ম যা বাচ্চাদের সুরক্ষিত থাকতে সাহায্য করতে পারে।
সুরক্ষিত ও অসুরক্ষিত পরিস্থিতি চেনার জন্যে কিছু অনুশীলন
সুরক্ষা নিয়মের ব্যতিক্রম
সুরক্ষিত ও অসুরক্ষিত পরিস্থিতি চেনার জন্যে আরো কিছু অনুশীলন
আপনার ব্যক্তিগত সুরক্ষা নিয়ম ভঙ্গ হলে কি করবেন।
কিভাবে না বলা যায় আর একজন সাহায‍্যকারী বড় ব্যক্তিকে বোলা যায়ে
5 জন সাহায‍্যকারী বড় ব্যক্তিদের চেনার জন্যে অনুশীলন
এই কোর্সে আমরা যা শিখেছি তার সারাংশ।
একটি গান।

প্রশংসাপত্র